আমাদের মিশন
ডিজিটাল আসক্তি ও সাইবার ঝুঁকি থেকে শিশু, কিশোর ও তরুণদের সুরক্ষা প্রদান এবং প্রযুক্তি ব্যবহারে সচেতন ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠন।
আমরা বিশ্বাস করি, ডিজিটাল প্রযুক্তি যেমন আধুনিক জীবনের একটি অপরিহার্য অংশ, তেমনি এর অনিয়ন্ত্রিত ব্যবহারে সৃষ্টি হচ্ছে এক ভয়াবহ নীরব সংকট—ডিজিটাল আসক্তি ও সাইবার বিপদ। তাই Digital Security Society (DSS) শিশু–কিশোরদের একটি নিরাপদ, ভারসাম্যপূর্ণ ও নৈতিকভাবে শক্তিশালী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আমাদের উদ্দেশ্য
- ডিজিটাল আসক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি
- শিশু ও কিশোরদের সাইবার ঝুঁকি থেকে রক্ষা
- সুস্থ ডিজিটাল জীবনশৈলীর প্রচার
- অভিভাবকদের “ডিজিটাল প্যারেন্টিং” বিষয়ে প্রশিক্ষণ
- নীতিনির্ধারক ও সমাজকর্মীদের সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ
